নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রাম থেকে এক যুবকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে।
জৈন্তাপুর থানা পুলিশ জানায়, সোমবার সকালে পরিবারের লোকজন সোহেল আহমদ (৩০) নামের এই যুবকের মরদেহটি উদ্ধার করেন।
নিজের ঘরের তীরের সাথে ওড়না দিয়ে যুবকের মরদেহটি ঝুলানো ছিল। তার বাবার নাম কালাই মিয়া। সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর কোন কারণ জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানোর ব্যবস্থা করছিল।
Leave a Reply