সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দ জেলা হাসপাতালের নির্ধারিত স্থান আবুসিনা ছাত্রাবাস এলাকা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার বিকেলে তারা সেখানে যান এবং আবুসিনা ছাত্রাবাসের বিভিন্ন ভবন ঘুরে ঘুরে দেখেন।
এ সময় তারা সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতিরও খোঁজখবর নেন।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সদস্য সচিব সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম সেলিম, সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, রাজনীতি বিশ্লেষক রুহুল কুদ্দুছ বাবুল ও অধ্যাপক আব্দুল জলিল। এছাড়া সাংবাদিক সজল ঘোষ সহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এক বিবৃতিতে সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দ জেলা হাসপাতালের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে নেয়ার দাবি জানান।
তারা আবুসিনা ছাত্রাবাসের মিলনায়তন সহ দক্ষিণ দিকের মূল ভবনটি ঐতিহ্য হিসেবে সংরক্ষণেরও দাবি জানিয়েছেন।
Leave a Reply