সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী জুয়েলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মহানগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ও মুক্তিযোদ্ধা সন্তান হাবিব আহমদ দত্ত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক শাহীন আহমদ চৌধুরী নয়ন, জেলা যুব কমান্ডের যুগ্ম আহবায়ক কবি ও গবেষক ওয়ালিউর রহমান মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ সভাপতি আব্দুল কাদির, সারওয়ার আহমদ চৌধুরী, যুব কমান্ডের সদস্য সচিব বদরুল আহমদ বুলবুল ও যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন রাজু আহমদ কামাল, শামীম আহমদ, নূরুল আমিন, নিটু দে, বিশ্বজিৎ দত্ত, রজত রায়, শাহেদ আহমদ, অরুণ দে, লতিফ আহমদ প্রমুখ।
Leave a Reply