বিজয়ের মাস ডিসেম্বরে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ।
সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্ট শিগগিরই শুরু হতে যাচ্ছে।
‘কাউন্সিলর আজাদ-জেলা প্রেসক্লাব বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর খেলা অনুষ্ঠিত হবে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে। দ্বৈত ভাবে এ খেলা অনুষ্ঠিত হলেও লটারির মাধ্যমে জেলা প্রেসক্লাব কর্তৃপক্ষ জুটি নির্ধারণ করবেন।
টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের আগামী ২৩শে ডিসেম্বরের মধ্যে সংগঠনের কার্যালয়ে এসে অথবা ফোনে (০১৭৮৫৬৩৩৮৪৫) নাম তালিকাভূক্ত করার আহ্বান জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জেলা প্রেসক্লাবের সহ সভাপতি মঈন উদ্দিন।
Leave a Reply