সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, রিক্সাশ্রমিকদের সরকারি সাহায্যের আওতায় নিয়ে আসা এবং রমজান ও ঈদকে সামনে রেখে মানবিক দিক বিবেচনা করে কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত পূর্বের ন্যায় রিক্সা চলাচলের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন খান, সাধারণ সম্পাদক মো আবু বকর সিদ্দিক, বিশিষ্ট শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনাই, সংগঠনের সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক কুরবান আলী, সদস্য মোবারক আলী, শ্রমিকনেতা আবুল হোসেন, আবুল কাশেম, সালমান আহমদ, বোরহান উদ্দিন বিরাই, কাওছার আহমদ প্রমুখ।
Leave a Reply