নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান ও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
জেলা প্রশাসক স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, আবুল মাল আবদুল মুহিত মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। সুপরিচিত ছিলেন সিভিল সার্ভিসের একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা এবং সফল কূটনীতিবিদ হিসেবে। একজন স্পষ্টভাষী জননন্দিত রাজনীতিবিদ ও সফল অর্থমন্ত্রী হিসেবে সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন।
দেশ ও জাতির সেবায় আবুল মাল আবদুল মুহিতের অনন্য অবদান শোকবার্তায় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শোকবার্তা মরহুমের রুহের মাগফিরাত ও আল্লাহর নিকট তার জন্য জান্নাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হয়|
Leave a Reply