সুনামগঞ্জ প্রতিনিধি : জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) উদ্যোগে ও জেলা শিশু একাডেমির সহযোগিতায় শহরের কালীবাড়িতে শিল্পকলা (পুরাতন ভবনে) একাডেমির সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, এনসিটিএফের সুনামগঞ্জ অঞ্চলের সভাপতি মো মোমেন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সহ সভাপতি তাসলিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক জলি রায় প্রমুখ।
বক্তব্যে উল্লেখ করা হয়, এই জেলা শহরের বিভিন্ন এলাকায় অনেক অসহায় হতদরিদ্র পরিবারের ঝরেপড়া শিশু লেখাপড়ার পরিবর্তে বাসের সহকারী হয়ে কিংবা কাগজ কুড়িয়ে জীবিকা নির্বাহ করে।
সংবাদ সম্মেলনে এ অবস্থা থেকে উত্তরণের জন্য বাল্যবিয়ে রোধ ও শিশুশ্রম বন্ধ করতে আরো সক্রিয় হওয়ার আহবান জানানো হয়।
Leave a Reply