সিলেটে জেলা প্রশাসনের উদ্যোগে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনের জেলা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম।
জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু শাফায়েত মোহাম্মদ শাহেদুল আলম, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ ও সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম।
Leave a Reply