নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) আসনে নির্বাচিত সদস্য জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ জেড রওশন জেবিন রুবাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
জেলা মহিলা আওয়ামী লীগ শনিবার বিকেলে মহানগরীর মিরাবাজারে এই সংবর্ধনার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের মহানগর সভাপতি আসমা কামরান, সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর শাহানারা বেগম, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা প্রমুখ।
সংবর্ধিত এ জেড রওশন জেবিন রুবা সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply