সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১৫টি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত । সকালে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রে আনসার, পুলিশ ও র্যাবের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিলেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রথম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৭৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০ প্রতিদ্বন্দ্বিতা করেন।
Leave a Reply