নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ড এনামুল হক সর্দার তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শনিবার রাতে মহানগরীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের মধ্যেমে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এতে তিনি ৮টি কাজকে অগ্রাধিকার দিয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেছেন।
ড এনামুল হক সর্দারের কর্মপরিকল্পনায় রয়েছে, জেলা পরিষদের মালিকানাধীন সকল সম্পদ রক্ষণাবেক্ষণ করে জনমুখী কাজে ব্যবহার, স্থানীয় সরকারের সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের সুযোগ সুবিধা নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্য সহ সকল সুযোগ সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া, যোগাযোগ ব্যবস্থা, খেলাধুলা ও সংস্কৃতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, অগ্রাধিকার ভিত্তিতে নারী শিক্ষার প্রসারের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণ, অবহেলা অযত্নে পড়ে থাকা সিলেটের পর্যটন এলাকাগুলো পর্যটকদের ব্যবহার উপযোগী করা, সৌন্দর্যশোভিত স্থান ও ঐতিহাসিক নিদর্শন সমূহকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা ও এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সিলেটের সকল নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণ।
নির্বাচিত হলে সর্বাধিক গুরুত্বের সাথে এই কাজগুলো করার চেষ্টা করবেন বলে তিনি জানান।
Leave a Reply