জেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগে চেয়ারম্যান প্রার্থী বর্তমান প্রশাসকরাই
নিজস্ব প্রতিবেদক : আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সিলেট বিভাগের চার জেলায় বর্তমান জেলা পরিষদ প্রশাসকরাই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন।
শুক্রবার রাতে দেশের ৬৪টি জেলার মধ্যে ৬১টিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়। অন্য ৩টি জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা।
সিলেট বিভাগে জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সিলেটে অ্যাডভোকেট লুৎফুর রহমান, সুনামগঞ্জে এনামুল কবির ইমন, মৌলভীবাজারে আজিজুর রহমান ও হবিগঞ্জে ডা মুশফিক হোসেন চৌধুরী।
Leave a Reply