সুবর্ণা হামিদ : সিলেট বিভাগের চার জেলা পরিষদের মধ্যে দুটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই জেলা সাধারণ সম্পাদক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে নিশ্চিত হয়ে গেছেন। তবে অন্য দুই জেলায় একাধিক প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতা হবে।
বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। এ দিন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। অবশ্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আগেরবারের প্রতিদ্বন্দ্বী ড এনামুল হক সর্দারও; কিন্তু শেষপর্যন্ত জমা দেননি।
মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান তরফদার ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম এ রহিম শহীদ (সিআইপি)। তবে দুজন জমা দেননি।
মৌলভীবাজার থেকে বিশেষ প্রতিবেদক জানান, প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে মুহিবুর রহমান তরফদার ও এম এ রহিম শহীদ দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র জমা দেননি। দুজনই মনোনয়নপত্র দাখিলের সময় মিছবাহুর রহমানের সঙ্গে ছিলেন।
এম এ রহিম শহীদ আগে আরও দুবার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী দুজন। দুজনই জেলা আওয়ামী লীগের সহসভাপতি। দলীয় প্রার্থী ড খায়রুল কবির রুমেন। বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা পরিষদের বর্তমান প্রশাসক নূরুল হুদা মুকুট। তবে মনোনয়নপত্র দাখিলের সময় স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে দলীয় প্রার্থীর সঙ্গেই দেখা গেছে।
হবিগঞ্জে চেয়ারম্যান পদে চার জন মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের ডা মুশফিক হুসেন চৌধুরী (বর্তমান জেলা পরিষদ প্রশাসক), জাতীয় পার্টির আবু নাঈম শিবলী খায়ের, কৃষক শ্রমিক জনতা লীগের মো নূরুল হক ও স্বতন্ত্র শাহিন আহমদ (যুক্তরাষ্ট্র প্রবাসী)। প্রবাসী প্রার্থী স্থানীয় এক সংসদ সদস্যের এক অনুসারী বলে জানা গেছে।
আগামী ১৭ অক্টোবর দেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply