নিজস্ব প্রতিবেদক : আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ওয়ার্ড গঠনে সিলেটের জৈন্তাপুর উপজেলার অখণ্ডতা রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এখরাছুর রহমান, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো শাহ আলম চৌধুরী, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো বাহারুল আলম বাহার ও ফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুর রশিদ সহ অন্যদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপিটি জেলা প্রশাসক মো জয়নাল আবেদীনের কাছে পেশ করা হয়।
এ সময় জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে চারিকাটা ইউনিয়নকে পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার ৬টি ইউনিয়নের সাথে যুক্ত করে ১৫নং ওয়ার্ড গঠন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন উপজেলাবাসী। কারণ অন্য উপজেলার ইউনিয়নের সাথে চারিকাটা ইউনিয়নকে যুক্ত করা হলে ইউনিয়নবাসী সুবিচার থেকে বঞ্চিত হবেন এবং এই জনপদের স্বার্থ ও ঐতিহ্য ক্ষুন্ন হবে বলে তারা মনে করেন।
তাই জৈন্তাপুর উপজেলার সকল ইউনিয়ন নিয়ে ৪নং ওয়ার্ড পুনর্গঠন করতে স্মারকলিপিতে দাবি জানানো হয়।
Leave a Reply