নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেটের জনসভা স্থগিত ঘোষণা করা হয়েছে।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, ২৩শে নভেম্বর সরকারি আলিয়া মাদরাসা ময়দানের জনসভায় প্রধানমন্ত্রী যোগ দিলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হতে পারে। তাই তিনি জনসভায় যোগ দেবেন না। তবে ঐদিন সিলেট সেনানিবাসের সকল কর্মসূচিতে যোগদান করবেন।
প্রধানমন্ত্রীর সিলেট সফরকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ জনসভায় দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনার যোগদানের কথা ছিল।
ইতোমধ্যে জনসভার সার্বিক প্রস্তুতি অনেকখানি এগিয়ে গিয়েছিল। সর্বশেষ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রবিবার দুপুরে সিলেটে জনসভাস্থল পরিদর্শন এবং প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আলাদা আলাদা বৈঠক করেন।
এছাড়া বিকেল ৪টায় মহানগরীর কোর্ট পয়েন্ট সমাবেশ করে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন; কিন্তু প্রধানমন্ত্রীর সফর স্থগিত হয়ে যাওয়ায় পূর্বঘোষিত শোভাযাত্রা বাতিল করা হয়।
Leave a Reply