সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানকে সংবর্ধনা দিয়েছে।
বুধবার সকালে মহানগরীর নয়াসড়কে চেম্বার ভবনের বোর্ড সভা কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন। সভাপতিত্ব করেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাউদ্দিন আলী আহমদ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রতিষ্ঠানের সাবেক সহ সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, শাহ আলম, আমিরুজ্জামান চৌধুরী, এমদাদ হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে নেতারা প্রধান অতিথি অ্যাডভোকেট লুৎফুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।
Leave a Reply