সিলেট জেলা ইসলামী যুব আন্দোলনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বাদ মাগরিব সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মাওলানা নজির আহমদকে আহবায়ক ও রাশেদুল হক চৌধুরী বজলুকে সদস্য সচিব করে ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন মহানগরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো জাবেদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা মোয়াজ্জেম হোসেন খান। ওমর ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মো ফখর উদ্দিন ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা রিয়াজুল ইসলাম রিয়াজ।
Leave a Reply