নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ঢাকার জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সশস্ত্র গ্রুপের সন্ত্রাসী বুনিয়া সোহেল ও তার ১৪ জন সহযোগীকে সিলেট, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট ও র্যাব-২, মোহাম্মদপুর, ঢাকার যৌথভাবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগরীর দাড়িয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় সিলেটে আত্মগোপনে থাকা মাদক সম্রাট সোহেলা ওরফে বুনিয়া সোহেল সহ আরো ৫ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলে সোহেল ওরফে বুনিয়া সোহেল, আমির হাসান হিরা, আনোয়ার হোসেন, জামাল হোসেন ও মোছাম্মত শাহিনূর।
এছাড়াও র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দলে একই দিন দুপুর আনুমানিক ২টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার সায়হাম ফিউচার কমপ্লেক্স এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো, নূরী বেগম, মিঠুন, সাহিল, নাঈম, মো আজিম, বানু বেগম ও সাবিক হাসান।
এছাড়াও র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শুক্রবার (১ নভেম্বর/১৬ কার্তিক) বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর এলাকায় অভিযান পরিচালনা করে আরো ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, আমিন, ইকবাল ও আসিফ মিয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের লক্ষ্যে র্যাব-২, মোহাম্মদপুর, ঢাকার নিকট হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী