জুড়ী প্রতিনিধি : জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে।
মঙ্গলবার দুপুরে জুড়ী বড় মসজিদ প্রাঙ্গণে সংগঠনের প্রচার সম্পাদক মারুফ আহমেদ পাপ্পুর সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক আহমদ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের দারা, এমদাদুর রহমান, পশ্চিমজুড়ী ইউপি সদস্য জাহেদ আহমদ তাজিন, ফ্রান্স প্রবাসী জুবায়ের হাসান, ব্যবসায়ী শামসুল ইসলাম, সাংবাদিক সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম সুমন ও মনিরুল ইসলাম।
উল্লেখ্য, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে উপজেলার ৬টি ইউনিয়নের ১৪০টি পরিবারের মাঝে সাড়ে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি ও ১ কেজি ময়দা প্যাকেটজাত করে বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার ২০টি পরিবারকে নগদ ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।
Leave a Reply