জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা বাগান হঠাৎ করে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এফ রহমান টি কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান এই বাগান পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত। এই চা বাগানে স্থায়ী শ্রমিক ৬৭১ জন।
সম্প্রতি অস্থায়ী শ্রমিকদের ছাঁটাই, আবার চায়ের কুঁড়ি সংগ্রহের কাজে অস্থায়ী ভিত্তিতে কিছু নারী শ্রমিক নিয়োগ এবং নারী শ্রমিকদের লাঞ্ছিত করা সহ কিছু বিষয় নিয়ে বাগানের উপ মহাব্যবস্থাপক শামছুল হক ভূঁইয়ার সঙ্গে শ্রমিক নেতাদের বিরোধ দেখা দেয়। এর জের ধরে ১৪ জুন শ্রমিক নেতাদের চাপে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপ মহাব্যবস্থাপক বাগান ছেড়ে চলে যান।
প্রতি সোমবার শ্রমিকদের মজুরি ও রেশন দেওয়া হয়; কিন্তু গত সোমবার দেওয়া হয়নি। এ ব্যাপারে ১৬ জুন স্থানীয় জনপ্রতিনিধি, চা বাগান কর্মকর্তা ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে সমঝোতা বৈঠক হয়। এতে উপ মহাব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করে বিরোধ মিটিয়ে তাকে ফিরিয়ে আনা এবং বৃহস্পতিবার মজুরি ও রেশন প্রদানের সিদ্ধান্ত হয়। এ অবস্থায় বৃহস্পতিবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধ ঘোষণা করা হয়। এতে শ্রমিকরা দারুণ বিপাকে পড়েছেন।
Leave a Reply