জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের কন্টিনালা পূর্ব পাড়ের ধ্বসে যাওয়া রাস্তা দ্রুত সংস্কার ও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক শুক্রবার এলাকা পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী খোরশেদ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস ও সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাছুম রেজা।
তারা ভিডিও কলের মাধ্যমে মন্ত্রীকে ভাঙনকবলিত জায়গাগুলো দেখান।
Leave a Reply