জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আল-ইমরান রুহুল ইসলাম যোগদান করেছেন।
মঙ্গলবার নতুন কর্মস্থলে যোগদানের পরই তিনি উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ ও মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা সহ অন্যরা।
নবাগত ইউএনও জুড়ীকে একটি আদর্শ উপজেলায় রূপ দিতে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply