জুড়ী প্রতিনিধি : কয়েক দিনের বৃষ্টিতে মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের দক্ষিণ জাঙ্গিরাই এলাকায় মরা জুড়ী নদীর বাঁধের প্রায় ২৫০ মিটার জায়গায় ধস নামায় শতাধিক বাড়িঘর ঝুঁকিতে রয়েছে।
উজান থেকে পাহাড়ি ঢল নামায় নদীতে পানি বেড়ে যাওয়ায় বাঁধের বিভিন্ন স্থানে মাটি ধসে পড়েছে। বাড়িঘর রক্ষায় লোকজন বাঁশের বেড়া স্থাপন করে দড়ির টানা দিয়ে রেখেছেন। কয়েকটি স্থানে বালুভর্তি বস্তা ফেলা হয়েছে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাছুম রেজা জানান, তিনি পানি উন্নয়ন বোর্ডের মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে বাঁধ রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।
পাউবোর নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী জানান, তাদের লোকজন ঘটনাস্থলে যাবেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply