জুড়ী প্রতিনিধি : ‘করোনা ভাইরাসের’ সংক্রমণ রোধে মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনা পাহাড় চা বাগানের শ্রমিকদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
কাপনা পাহাড় চা বাগান মালিকের পক্ষ থেকে শ্রমিকদের হাতে এই সুরক্ষা উপকরণ তুলে দেন, বাগান ব্যবস্থাপক কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ, জুড়ী ভ্যালি চা শ্রমিক সংগঠনের সভাপতি কমল বুনার্জি ও ইউপি সদস্য অমপ্রকাশ বর্মা।
কাপনা পাহাড় চা-বাগানের ব্যবস্থাপক কামরুল হাসান জানান, সকল প্রয়োজনে তারা শ্রমিকদের পাশে আছেন।
Leave a Reply