জুড়ী প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জুড়ী উপজেলা শাখা ও জুড়ী উপজেলা সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছেন।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো শাহাব উদ্দিন। সভাপতিত্ব করেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রভাসিনী মোহন্ত। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও উপজেলা সাধারণ সম্পাদক মো মুজিবুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আবু রাইহান, বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, জাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক ফখর উদ্দিন।
মন্ত্রী মো শাহাব উদ্দিন বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লেখাপড়ার ক্ষতি হচ্ছে।
তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নিতে ও অনলাইনে পাঠদানের ব্যবস্থা করতে শিক্ষকদের পরামার্শ দেন।
Leave a Reply