জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর জাঙ্গীরাই গ্রামের ৪টি প্রবাসী পরিবার কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমানের ব্যবস্থাপনায় সোমবার দুপুরে ১০০টি পরিবারকে এই খাদ্যসামগ্রী দেওয়া হয়। এ কর্মসূচিতে আর্থিক সহায়তা দিয়েছেন, সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান, কাতার প্রবাসী নূর জলিল, নূর আলম ও আসুক আহমদ।
উত্তর জাঙ্গীরাই জামে মসজিদ মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করেন, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাছুম রেজা।
Leave a Reply