জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে বেসরকারি সংস্থা সিএনআরএস সূচনা প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম। সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়ক সৈয়দ আব্দুস সামাদের সঞ্চালনায় এডভোকেসি কর্মশালায় বক্তব্য রাখেন, সূচনা প্রকল্পের কনসোর্টিয়াম ম্যানেজার কাজী আলম, হেলেন কেলার ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়ক আবু হান্নান, সহকারী প্রকল্প সমন্বয়ক সৌরভ কান্তি রায়, ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের এফডিও মো হাবিবুর রহমান, এইচ কে আই প্রতিনিধি মো মতিউর রহমান, আই ডি ই বাংলাদেশের প্রতিনিধি হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, কৃষি কর্মকর্তা মো জসিম উদ্দিন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা হাসিন আহমদ চৌধুরী, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালেহ উদ্দিন, সাগরনাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পু, ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা মো শহিদুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সাদেক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসাইন ও পরিবার পরিকল্পনা পরিদর্শক সুব্রত রুদ্র পাল।
কর্মশালায় বহুখাতভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে একটি প্রদর্শনী করা হয়।
Leave a Reply