জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলির বাছিরপুরের বাংলোয় সিলেটের ঐতিহ্যবাহী চোঙ্গা পিঠা উৎসব হয়ে গেলো।
বুধবার কনকনে শীতের রাতে আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিছবাহুর রহমান, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো কামরান চৌধুরী, বড়লেখা থানার ওসি মো জাহাঙ্গীর হোসেন সরদার, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, জুড়ী টি এন খানম সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো ওমর ফারুক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক আহমদ, সালেহ উদ্দিন আহমদ, শ্রীকান্ত দাস, মাছুম রেজা, সাহাব উদ্দিন আহমদ লেমন ও এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত এবং আওয়ামী লীগ নেতা মাসুক আহমদ, আব্দুল কাদির, আব্দুল কাদির দারা, মিজানুর রহমান খোকন, আব্দুস সালাম, আব্দুল লতিব, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল ও জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বিভিন্ন শ্রেণিপেশার গুণীজনদের উপস্থিতিতে জমে উঠেছিল হারিয়ে যেতে বসা চোঙ্গা পিঠা নিয়ে আয়োজিত উৎসব। এমন একটি আয়োজনের জন্য সবাই গুলশান আরা চৌধুরী মিলিকে ধন্যবাদ জানান।
Leave a Reply