জুড়ী প্রতিনিধি : পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো শাহাব উদ্দিন বলেছেন, খেলাধুলা মাদক ও খারাপ কাজ থেকে যুবসমাজকে দূরে রাখে। সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। সরকার খেলাধুলার উন্নয়নে ব্যাপক কাজ করছে। অচিরেই জুড়ীতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।
বুধবার সকালে মৌলভীবাজারের জুড়ীতে কোয়াব জুড়ীর উদ্যোগে ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রাইজমানি ক্রিকেট লীগ ২০২০-২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শাহজালাল স্পোর্টিং ক্লাব জুড়ী ৩৯ রানে জুড়ী উপজেলা ফাউন্ডেশনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে মাঠে নামা জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক ৮৪ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুুক্তিযোদ্ধা বদরুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম।
মো শাহাব উদ্দিন উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্প থেকে উপজেলার কাব ও স্কাউটদের মধ্যে বাদ্যযন্ত্রও বিতরণ করেন।
Leave a Reply