জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের সৌদিআরব প্রবাসী মো হাবিবুর রহমান হাবিবের গুণকীর্তন এখন মুখে মুখে। এতদিন তিনি অসহায় মানুষকে খাবার দিয়ে, অর্থ দিয়ে, শিক্ষা সহায়তা দিয়ে, উৎসাহ দিয়ে ও সাহস দিয়ে সহযোগিতা করেছেন। এবার বেলাগাঁও গ্রামে জুড়ী নদীর কন্টিনালা অংশের দুই তীর দিয়ে রাবারড্যাম পর্যন্ত রাস্তা দুটি সংস্কার করে দিলেন।
এই দুটি রাস্তার অবস্থা বেহাল হয়ে যাওয়ায় হাকালুকি হাওরের ধান ঘরে আনতে কৃষকদেরকে চরম দুর্ভোগ পোহাতে হতো।
শনিবার সকালে সরেজমিন গেলে বেলাগাঁও এলাকার প্রবাসী মিন্টু মিয়া, লিয়াকত আলী ও হারিস মোহাম্মদ জানান, মো হাবিবুর রহমান হাবিবের আন্তরিকতা ও সহযোগিতায় মানুষ উপকৃত হচ্ছে।
মো হাবিবুর রহমান হাবিব জানান, সুযোগ পেলে আরো বড় পরিসরে মানুষের সেবা করার ইচ্ছা তার রয়েছে।
Leave a Reply