জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও কন্টিনালা রেলসেতু এলাকায় সচেতন এলাকাবাসীর উদ্যোগে এর আয়োজন হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম। জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে ও দৈনিক সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক কবির উদ্দিন, ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত এবং আইডিয়াল স্পোর্টিং ক্লাব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি হেলাল আহমেদ।
প্রধান অতিথি জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম বলেন, মাদক একজন ব্যক্তিকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে সকলকে সচেতন থাকতে হবে।
সভাপতির বক্তব্যে থানার ওসি সঞ্জয় চক্রর্তী বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী নভেম্বর মাসের মধ্যে জুড়ী উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে।
Leave a Reply