জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার আমতৈল গ্রামে বন্ধু পোল্ট্রি খামারে হামলা, লুটপাট, কম্বাইন্ড হারভেস্টার মেশিনের যন্ত্রপাতি ভাংচুর ও করোনা পরিস্থিতিতে বিশাল গণজমায়েত আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুকের সংশ্লিষ্টতার বিষয়টি সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি সরেজমিন তদন্ত করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই তদন্ত কার্যক্রম চলাকালে খামার মালিক দীনবন্ধু সেন ও তার সহযোগী শাহাজান মিয়া সহ বাদীপক্ষের ও বিবাদী উপজেলা পরিষদ চেয়ারম্যানের বক্তব্য গ্রহণ করা হয়। এরপর নেওয়া হয় সাক্ষীদের সাক্ষ্য। মামলার তদন্তকারী কর্মকর্তা জুড়ী থানার ওসি-তদন্ত আমিনুল ইসলামেরও বক্তব্য নেওয়া হয়। পরে বাদি-বিবাদীদের নিয়ে বিভাগীয় কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্তকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফজলুল কবীর, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম ও জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।
Leave a Reply