জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক তাজুল ইসলাম তারা মিয়া মাস্টারের পারিবারিক উদ্যোগে এবং তার আমেরিকা প্রবাসী ছেলে আবু এস বেলাল, কামাল সাইয়িদ ও তাদের বন্ধুদের অর্থায়নে ৩০০টি পরিবারে ৪ লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার জুড়ী উপজেলা চত্বরে হাজী সিকন্দর মঞ্জিলে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উদ্যোক্তা তাজুল ইসলাম, তার সহধর্মিণী শামছুন নাহার ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, ঐকতান শিল্পী গোষ্ঠীর সভাপতি মাহবুবুল ইসলাম কাজল, তরুণ সমাজসেবক জাভেদ আহমেদ, হাওর বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি ইমরুল ইসলাম ও জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান।
Leave a Reply