জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি সেতুর অভাবে জায়ফরনগর ও পশ্চিমজুড়ী ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার করতে হচ্ছে।
উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জুড়ী নদীর উপরের এই সাঁকোটিও এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়। প্রতিবছর এলাকাবাসী চাঁদা তুলে সেটি মেরামত করে কোনমতে চলাচল করেন।
এলাকাবাসীই চাঁদা তুলে বাঁশের এই সাঁকোটি তৈরি করেছেন। প্রতিবছর মেরামতও নিজেদের অর্থে করতে হয়।
এলাকার সৌদীআরব প্রবাসী জহিরুল ইসলাম ও নয়াগ্রাম দাখিল মাদরাসার সভাপতি মনিরুল ইসলাম জানান, গত ৫০ বছরে দেশে কত সেতু গড়ে উঠলো; কিন্তু জুড়ী নদীর এই সাঁকোর কোন পরিবর্তন হলোনা। এটি যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে। তবুও শিক্ষার্থীসহ নানা পেশার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এর উপর দিয়ে নদী পাড়ি দিতে হয়।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানালেন, প্রতিটি জাতীয় ও স্থানীয় নির্বাচনের আগে প্রার্থীরা এখানে সেতু নির্মাণের আশ্বাস দেন; কিন্তু সেই আশ্বাস এখনো বাস্তব হয়ে দেখা দেয়নি।
ইউপি সদস্য জমির আলী জানান, এলাকাবাসী বাঁশের সাঁকোর স্থানে একটি সেতু নির্মাণ করে দেওয়ার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, এলাকার সাংসদ শাহাব উদ্দিনের নিকট দাবি জানিয়েছেন।
বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান হাবিব জানান, হাকালুকি হাওরে ৫/৬ হাজার হেক্টর জমিতে বোরোধান চাষ করতে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকরা এই সাঁকো দিয়ে যাওয়া-আসা করেন। তাই দ্রুত একটি সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে।
Leave a Reply