জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের শুকনাছড়া এলাকায় বন বিভাগের টিলা রকম ভূমিতে রয়েছে নানা প্রজাতির বনজ গাছ। পাশাপাশি কমলা, মাল্টা, জাম্বুরা ও লেবুসহ হরেক রকম মৌসুমি ফলের চাষ হয়। বন বিভাগের জমি দেখাশোনা করার জন্য সেখানে রয়েছে বন জায়গিরদার হিসেবে কিছু পরিবার। এসব পরিবারই ফাঁকা স্থানে ফলের চাষ করে।
শুকনাছড়ার এমনি এক ফলচাষী ইব্রাহিম আলী বছরখানেক ধরে ক্যানসারে আক্রান্ত। তাই আগের মতো কর্মক্ষমতা নেই। এ অবস্থায় তার বাগানের হাল ধরেছেন স্ত্রী হালিমা বেগম। এবার তাদের বাগানে প্রায় ৭০০ গাছে কমলা ধরেছে। বিক্রি হচ্ছে পাইকারিভাবে। মাল্টা ধরছে ১০০ গাছে। চার বছর আগে লাগানো মাল্টাচারা এখন পূর্ণ যৌবনা। ফল দিচ্ছে আশানুরূপ। এ পর্যন্ত প্রায় ৮০ হাজার টাকার মাল্টা বিক্রি হয়ে গেছে।
নিজের বাগানের ফল বিক্রির আয় দিয়ে সংসার চালান হালিমা বেগম। সংকুলান করেন স্বামীর চিকিৎসাব্যয়। এভাবে স্বামীর সেবা আর বাগান পরিচর্যায় তার দিন কাটে।
Leave a Reply