জুড়ী প্রতিনিধি : ‘করোনা’ পরিস্থিতিতে ধানকাটা শ্রমিকের সংকট মোকাবেলায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা ও কলেজ ছাত্রলীগ কৃষকদের পাশে দাঁড়িয়েছে।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার সংগঠনের নেতাকর্মীরা হাকালুকি হাওরে প্রান্তিক কৃষক ইউসুফ মিয়ার ২ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন।
কৃষক ইউসুফ মিয়া জানান, শ্রমিক সংকটে তিনি যখন দারুণ বিপাকে তখন ছাত্রলীগের সাথে যোগাযোগ করেন। তারা কোন টাকা-পয়সা ছাড়াই ধান কেটে দিয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল এবং কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাক আদনান ও সাধারণ সম্পাদক গৌতম দাসের নেতৃত্বে নেতাকর্মীরা ধানকাটায় যোগ দিয়েছেন।
খবর পেয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিকও সেখানে ধান কাটতে যান।
Leave a Reply