জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বোরোধান দ্রুত ঘরে তুলতে মাত্র ৩০ শতাংশ মূল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদেরকে দুটি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন উপহার দিয়েছেন।
সোমবার সকালে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন ঢাকা থেকে মোবাইল ফোনে এ ঘোষণা দেন। পরে কৃষকদের হাতে হার্ভেস্টার মেশিনের চাবি তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক জানান, ভিয়েতনামের তৈরি ২০ লাখ ৫০ হাজার টাকা দামের এ কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন একজন কৃষক পেয়েছেন ৬ লাখ ১৫ হাজার টাকায়। বাকি ১৪ লাখ ৩৫ হাজার টাকা প্রধানমন্ত্রী ভর্তুকি দেবেন।
উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের কৃষক শাহাজাহান মিয়া ও আমতৈল গ্রামের কৃষক নিত্যানন্দ দাস হার্ভেস্টার মেশিন দুটি ক্রয় করেছেন।
চাবি হস্তান্তরকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন ও বিআরডিবির চেয়ারম্যান এম এ সালাম।
Leave a Reply