সাইফুল ইসলাম সুমন, জুড়ী : মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা চা-বাগানের পাশ ঘেঁষে ছোট ছোট টিলাঘেরা এলবিনটিলা খাসিয়াপুঞ্জি। প্রবেশপথ বন্ধ। কেবল জরুরি প্রয়োজনে বাইরে কিংবা ভিতরে যাওয়া-আসা। কোলাহল নেই। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। শিশুরা ব্যস্ত পড়ার টেবিলে ও খেলাধুলায়। কেউ টেলিভিশনের সামনে বসা। গির্জায় তালা ঝুলছে।
‘করোনা ভাইরাস’ সংক্রমণ রোধে সচেতন এই খাসিয়াপুঞ্জির বাসিন্দারা। সতর্ক সারাক্ষণ। বাইরে থেকে কেউ এলে ছুটে আসেন মাস্ক পরা একজন। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে জেনে নেন পরিচয়। এরপর মুঠোফোনে পুঞ্জির মন্ত্রী অর্থাৎ পুঞ্জিপ্রধানের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেন।
পুঞ্জিতে পরিবার আছে ৫০টি। লোকসংখ্যা ২৫০; কিন্তু ভিতরের রাস্তা একদম ফাঁকা। তবু জীবাণুনাশক ছিটানো হয়। পুঞ্জির মন্ত্রী অ্যান্থনি পাটোয়াট জানালেন, ‘করোনা ভাইরাসের’ সংক্রমণ আশংকায় সরকারি নির্দেশনা অনুযায়ী ২৫ মার্চ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরো জানা গেলো, আগে প্রতিদিন পাইকাররা পান কিনতে আসতেন। আসতেন ফেরিওয়ালারা। সবাইকে আসতে বারণ করে দেওয়া হয়েছে। এখন পানের জুম থেকে ফেরার পর ও খাওয়ার আগে সকলে সাবান দিয়ে ভাল করে হাত-মুখ ধোয়। ঘরের বাইরে গেলে মাস্ক পড়ে। পাড়া বেড়ানোও বন্ধ রাখা হয়েছে।
Leave a Reply