জুড়ী প্রতিনিধি : এ বছর অনুকূল আবহাওয়া থাকায় এবং পোকা-মাকড়ের আক্রমণ তেমন না হওয়ায় মৌলভীবাজারের জুড়ীতে বোরোধানের বাম্পার ফলন হয়েছে। উৎসবমুখর পরিবেশে চলছে ধান কাটা, মাড়াই ও শুকানো; কিন্তু এরপররও কৃষকরা ঝড়, বৃষ্টি ও অকাল বন্যার শংকা মুক্ত থাকতে পারছেন না।
উপজেলা কৃষি অফিসের হিসাব মতে, এ বছর জড়ীতে ৫ হাজার ৭৭০ হেক্টর জমিতে বোরোধানের চাষ হয়েছে। কৃষকরা ব্রি ধান-২৮, ব্রি ধান-২৯ ও হাইব্রিড জাতের ধান বেশি আবাদ করেছেন। প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩ হাজার কৃষককে এবার হাইব্রিড ধানবীজ দিয়ে সহায়তা করা হয়। যান্ত্রিক পদ্ধতি অর্থাৎ কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিন ফসল কর্তন ও সংগ্রহের সুবিধা আরো বাড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার পর্যন্ত উপজেলায় ৫০ থেকে ৬০ ভাগ ফসল কর্তন করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা কৃষি অফিস আশা করছে এ বছরের বোরোধান থেকে ২১ হাজার ৯২৫ মেট্রিক টন চাল পাওয়া যাবে।
অন্যদিকে ঝড়, বৃষ্টি ও আগাম বন্যার আশংকা করছেন কৃষকরা। কারণ করোনা সংক্রমণের দরুন শ্রমিক সংকট থাকায় ফসল কাটতে সময় বেশি লাগছে। তারউপর প্রচণ্ড গরম। এরূপ দবাদাহের পর ঝড়, বৃষ্টি ও অকাল বন্যার আশংকা থাকে বলে কৃষকরা জানিয়েছেন।
প্রাকৃতিক দুর্যোগে ফসলের যাতে ক্ষতি না হয় সেজন্য কৃষকদেরকে দ্রুত ধান ঘরে তোলার আহ্বান জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
সরেজমিন উপজেলার বেলাগাঁও, জাঙ্গীরাই, নয়াগ্রাম, শিমুলতলা, খাকটেকা, ভূয়াই ও দিগলবাগসহ হাকালুকি হাওর এলাকায় গিয়ে দেখা যায়, ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। সমানতালে মাঠে কাজ করছেন নারী ও শিশুরা। পুরুষরা ধান কাটছেন, পাশের খালি জায়গায় রাখছে ও মেশিনে মাড়াই করছেন। আর মাড়াই করা ধান খলায় নিয়ে শুকাচ্ছেন নারীরা। আরেকদল পুরুষ ধানগুলো ঠেলাগাড়ি ও ট্রাক্টরযোগে বাড়িতে নিয়ে যাচ্ছেন।
কৃষক এরশাদ আলী জানান, এ বছর উপজেলা কৃষি অফিস থেকে সবধরনের সাহায্য-সহযোগিতা পেয়েছি। ধানের দামও ভালো। তবে আগাম বন্যা ও ঝড়-বৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন জানালেন, তার আশা, আগামী কিছুদিনের মধ্যেই কৃষকরা তাদের সোনার ফসল সম্পূর্ণভাবে ঘরে তুলতে পারবেন।
Leave a Reply