‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’-এ প্রতিপাদ্য নিয়ে বহুখাতভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সমরজিৎ সিংহের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক আহমদ, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, সেভ দ্যা চিলড্রেনের টেকনিক্যাল ম্যানেজার ফাতেমা কানিজ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলাদ চৌধুরী, সাগরনাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ময়নুল ইসলাম জুনেদ, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সহকারী অধ্যাপক অরুণ চন্দ্র দাশ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাসিন আহমদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা প্রিয়জ্যােতি ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, কৃষি অফিসের আজিজুল ইসলাম খান ও সিএনআরএস সুচনা প্রকল্পের এম এ সামাদ।
Leave a Reply