জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ আইন ২০০৯, আইসিটি ও অন্যান্য কার্যাবলী বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।
এতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পুরুষ ও মহিলা মেম্বার এবং সচিবরা অংশ নেন।
প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মতিন ও লোকাল গভর্নমেন্ট প্রশিক্ষণ কনসালটেন্ট আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার বিকেলে প্রশিক্ষণের সমাপনী দিনে অনলাইন যুক্ত হয়ে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক মো. মোস্তফা হাসান, মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার, প্রকল্পের দলনেতা বিমল কান্তি কুরী ও প্রশিক্ষণ সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম।
Leave a Reply