মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার চৌমোহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে জ্বালানি তেলের প্যাক পয়েন্ট ও ছয়তলা ভবনসহ ৮টি দোকান। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।
ফায়ার সাভিস ও পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে একটি ভাঙ্গারি দোকানের প্লাস্টিক সামগ্রী থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী প্যাক পয়েন্ট অর্থাৎ জ্বালানি তেলের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় জ্বালানি তেল ভর্তি বেশ কয়েকটি ড্রাম ও গ্যাসভর্তি সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে একটি ছয়তলা ভবনসহ আশেপাশের দোকানগুলোতে আগুনের বিস্তার ঘটে।
খবর পেয়ে জুড়ী, বড়লেখা, কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট চৌমোহনীতে গিয়ে প্রায় ৩ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো আব্দুল্লাহ হারুন পাশা জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
Leave a Reply