মৌলভীবাজারের জুড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ যৌথভাবে জুড়ী শিশু পার্কে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এতে ছিল, জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন সাবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক আহমদ, সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক শফিক আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ ও মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা।
Leave a Reply