নিজস্ব প্রতিবেদক : জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জুলাই–আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেট বিভাগের ১৮ শহীদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে।
শনিবার (৯ নভেম্বর/২৪ কার্তিক) সকালে সিলেটে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শহীদ পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও অন্য ৮ সদস্য।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নেতৃবৃন্দ জানান, সারাদেশ থেকে প্রায় ১ হাজার ৬০০ জনের বেশি শহীদের তালিকা পাওয়া গেছে। এর মধ্যে থেকে প্রাথমিক যাচাই-বাছাই করে নির্বাচিতদের আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।
আরো জানানো হয়, অন্যদের কাগজপত্র সংগ্রহের কাজ চলছে। সেগুলো হাতে পেলে সেই পরিবারগুলোকেও অনুদান প্রদান করা হবে।
চেক বিতরণ কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমন্বয়ক সারজিস আলম বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেননি বা এই অভ্যুত্থান হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ছিল নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন সংস্কার না করলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন আশা করা যাবে না। আর নির্বাচন কমিশনও একা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। এর সঙ্গে অনেক প্রতিষ্ঠান জড়িত। সেগুলোরও সংস্কার করতে হবে। তা না হলে নির্বাচন দিলে আবার জবরদখলের ঘটনা ঘটতে পারে।