বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ সাংবাদিক জুলকারনাইন সায়েরকে ৪৮ ঘণ্টার মধ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনার আহবান জানিয়েছেন ।
শনিবার (১১ জানুয়ারি) সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।
গত ২১ ডিসেম্বর জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে জি কে গউছ ও তার ভাইদের জড়িয়ে একটি পোস্ট করেন।
সংবাদ সম্মেলনে জি কে গউছ উল্লেখ করেন, তিনি হবিগঞ্জ-৩ আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনের পূর্বে তাকে অপমান ও অপদস্থ করতে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে।
জি কে গউছ জানান, পোস্টটি প্রত্যাহার না করলে তিনি সাইবার সিকিউরিটি আইনে মামলা দায়ের করবেন।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্মআহবায়ক মিজানুর রহমান চৌধুরী ও অ্যাডভোকেট নূরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।