জুড়ী থেকে সংবাদদাতা : আমেরিকার মিশিগানে বসবাসরত জুড়ীবাসীর সামাজিক সংগঠন জুড়ী সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার, ২৫ আগস্ট দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন, মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু।
জুড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাছুম রেজার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মো ইসহাক আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, সহসভাপতি আব্দুল কাইয়ুম, অন্যতম নেতা আব্দুল বারি খলিফা, কামরুজ্জামান কামরুল, গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সোহেল, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তুফায়েল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply