জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ-গ্যাস-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ‘আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতি’র প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার, ৮ এপ্রিল চৌমোহনীতে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকরের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুকিত। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, অর্থ সম্পাদক মনোয়ার আহমদ, বিএনপি নেতা, পৌর কাউন্সিলর আনিসুর রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মঞ্জু, যুগ্মসম্পাদক মনিরুজ্জামান বায়েস, জেলা বিএনপির সদস্য এম এ নিশাদ, জুড়ী উপজেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী, এম এ মোহাইমিন শামীম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুলা, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক আফতাব আলী, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক নিপার রেজা, ফয়ছল আহমদ, আসাদুজ্জামান খান মোবারক, যুবদল নেতা দেলোয়ার হোসেন, জাহিদ হাসান জমির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ প্রমুখ।
Leave a Reply