জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগের হামলায় ৩ শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার, ৩ আগস্ট (১৯ শ্রাবণ) দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা জুড়ী শহরের নিউ মার্কেট থেকে মিছিল শুরু করে মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বর হয়ে আবারও নিউ মার্কেট এলাকায় আসেন। সেখানে সমাপনী বক্তব্য চলাকালে ছাত্রলীগ পুলিশের বাঁধা উপেক্ষা করে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে মৌলভীবাজার সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র আফজাল হুসেন, মুছাওইর দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র তানবির ও নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র তামিম আহত হন। সহপাঠীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
Leave a Reply