জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে দুর্নীতি বিরোধী প্রচারণাকে জোরদার ও শিক্ষার্থীদের সততা চর্চায় উৎসাহিত করতে সততা সংঘের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি দমন কমিশন-দুদকের মতবিনিময় সভা ও দুদকের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার (১১ নভেম্বর/২৬ কার্তিক) সকালে ছোটধামাই উচ্চবিদ্যালয় মাঠে ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় দুদক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়।
পরে ছোটধামাই মনিপুরী শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো তাজুল ইসলামের (তারা মিয়া মাস্টার) সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুদকের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। প্রধান বক্তা ছিলেন, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। বিশেষ অতিথি ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপপরিচালক মো এরশাদ মিয়া, সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপপরিচালক রাফী মো নাজমুস্ সা’দাৎ, জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো আনোয়ার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, হাজী মনোহর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আজমল আলী, ছোটধামাই উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া মাহমুদ ও ছোটধামাই মনিপুরী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ভাগ্য সিংহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দুদক পরিচালক মোহাম্মদ ইব্রাহিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সততা ও আদর্শপূর্ণ জীবন গঠন করার এখনই উপযুক্ত সময়। দুর্নীতিমুক্ত জীবন গঠনের শিক্ষা নিতে পারলে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।