জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, সেনাবাহিনীর ক্যাপ্টেন রিফাত, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সমরজিৎ সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক শিতাংশু শেখর দাস, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা আমীর হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল হাই হেলাল, উপজেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী, তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমেদ, হযরত শাহখাকী (র) ইসলামিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ এ কে এম ইয়াকুব আলী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ সহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা জুড়ী উপজেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ব্যাকআপ লাইট, সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফায়ার সার্ভিস সুবিধা ও যানজট নিরসনের উপর গুরুত্ব আরোপ করেন।